প্রায়ই বেশ কিছু রাসায়নিক যৌগকে বাদামি বোতলে সংরক্ষন করতে দেখা যায় এর উদ্দেশ্য হল ওই পদার্থকে বিশুদ্ধভাবে সংরক্ষন করা ,সুর্যের আলো কিংবা অন্য কোন উতস থেকে আলো বোতলে প্রবেশ করে রাসায়নিক পদার্থের বিয়োজন ঘটাতে পারে এতে করে গ্যাসের সৃষ্টি হলে তা বোতলের মুখ খোলার সাথে সাথে বেরিয়ে যায় এবং সংরক্ষিত পদার্থের অপচয় ঘটায় ।
0 Comments